বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আহমদ রফিক

সাংস্কৃতিক প্রতিবেদক

জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত আহমদ রফিক

ফুলেল শুভেচ্ছা, কথামালা, গান ও কবিতায় ভাষা সংগ্রামী আহমদ রফিকের ৯০তম জন্মদিন উদযাপন করেছে তার বইয়ের প্রকাশনা প্রতিষ্ঠান অন্যপ্রকাশ ও অনিন্দ্য প্রকাশ। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় জন্মজয়ন্তীর এ আয়োজন।

অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথের গান ‘আনন্দালোকে মঙ্গলালোকে’ জয় তব বিচিত্র আনন্দে হে কবি’ প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে’ তিনটি গান সম্মেলক কণ্ঠে পরিবেশন করেন গীতিচর্চা সংগীত বিদ্যায়তনের শিল্পীরা। অনুষ্ঠানে শিক্ষক-সাহিত্যিক-শিল্পী-বুদ্ধিজীবীসহ সব শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন এই ভাষা সংগ্রামী ও রবীন্দ্র গবেষককে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে জন্মদিনের এ আয়োজনে বক্তৃতা করেন কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, নাট্যজন রামেন্দু মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশ্বজিৎ ঘোষ, ফোকলোরবিদ শামসুজ্জামান খান প্রমুখ। অভিনন্দন বচন পাঠ করেন অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম। জন্মদিনের এ আয়োজনে আহমদ রফিককে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন, শিশু একাডেমি, জাতীয় জাদুঘর, ভাষা আন্দোলন গবেষণা কেন্দ্র ও জাদুঘর, শওকত ওসমান স্মৃতি পরিষদ, পাঞ্জেরি পাবলিকেশন্স, খামখেয়ালি সভা, বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি, ইমপেরিয়াল কলেজ, দনিয়া পাঠাগার।

সর্বশেষ খবর