শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারের পদত্যাগই সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা সরকার প্রধান নিজেই। তিনি বলেন, নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের অর্থ হলো— তাঁর নিকট ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। অতএব, বর্তমান সরকারের পদত্যাগই সুষ্ঠু ও অবাধ জাতীয় সংসদ নির্বাচনের গ্যারান্টি। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে রিজভী এসব কথা বলেন। রিজভী আহমেদ বলেন, কীভাবে ইসি সরকারি দলের ভোট সন্ত্রাস ও ডাকাতির ফলাফলের বৈধতা দেয় সেটি গত (সিটি) নির্বাচনগুলোতে ফুটে উঠেছে। কাজেই শেখ হাসিনার নির্বাচন কমিশনকে সহযোগিতা করার অর্থ হলো ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা। আগামী জাতীয় নির্বাচনে ফন্দিফিকির করা। সেই ইসির নির্বাচনে সাধারণ ভোটারদের বাড়িতে বসে থাকতে হবে, ভোট কেন্দ্রে যাওয়ার অধিকার থাকবে না। বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব শক্তিমান। আইন, বিচার, মামলা, মোকদ্দমা সবই শেখ হাসিনার করায়ত্তে। তল্লাশি, গ্রেফতার, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলার ছড়াছড়ি— সবকিছু তার নির্দেশেই হচ্ছে। নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখার জন্যই সংবাদপত্রের কণ্ঠরোধ ও বিরোধী রাজনীতিকদের নির্বিচারে কারাগারে নিক্ষেপ করছেন তিনি। বিএনপির এই মুখপাত্র অভিযোগ করে বলেন, আগামী নির্বাচন সরকারি দলের নাগালের মধ্যে রাখার জন্যই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপিকে দমন করতে বেপরোয়া হয়ে উঠেছে। তাদের বানোয়াট মামলার শিকার হয়েছেন দেশের বর্ষীয়ান রাজনীতিক ও দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম।

প্রহসন ও হাস্যকর মামলা দেওয়া হয়েছে অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এবং অ্যাডভোকেট রেজাক খান, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মতো প্রবীণ আইনজীবীসহ বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ফেরদাউস আক্তার ওয়াহিদা, এম এ মালেক, ইশতিয়াক আজিজ উলফাত, অনিন্দ্য ইসলাম অমিত, শহীদুল ইসলাম বাবুল, শেখ রবিউল আলম, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ, কণ্ঠশিল্পী মনির খান, হাসান মামুন, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট তাহেরুল ইসলাম তৌহিদ, শেখ মো. শামীম, সাবেরা আলাউদ্দিন, কাজী মফিজুর রহমানসহ অসংখ্য নেতা-কর্মীর বিরুদ্ধে।

সর্বশেষ খবর