শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সরকারি হলো আরও ৪৪টি মাধ্যমিক বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক

দেশের আরও ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব বিদ্যালয় সরকারিকরণের ঘোষণা দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপসচিব লুত্ফুন নাহার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকরা অন্য কোনো বিদ্যালয়ে বদলি হতে পারবেন না। সরকারি হওয়া বিদ্যালয়ের মধ্যে বগুড়ার শেরপুর ডি জে মডেল হাইস্কুল, ধুনট এন ইউ পাইলট মডেল উচ্চবিদ্যালয়; ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দেবগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়; দিনাজপুরের খানসামা পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের নাম রয়েছে। যেসব উপজেলায় সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় নেই, সেখানে একটি করে কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারি করছে সরকার। এর অংশ হিসেবে এসব বিদ্যালয় সরকারি করা হয়েছে। এর আগে ২৮ আগস্ট ১২টি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়।

সর্বশেষ খবর