শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুন-গুম থেকে জাতিকে মুক্তি দেব : এরশাদ

নিজস্ব প্রতিবেদক

সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, খবরের পাতা খুললেই খুন গুম আর রক্তের খবর। সড়কে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কারও কোনো ভ্রূক্ষেপ নেই। আমরা ক্ষমতায় যেতে পারলে খুন গুম থেকে জাতিকে মুক্তি দেব। গতকাল দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকায় রজনীগন্ধা সুপার মার্কেট চত্বর ও মানিকদী মাঠ কর্নারে নির্বাচনী গণসংযোগ ও পথসভায় এমন কথা বলেন তিনি। এ সময় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু বক্তব্য দেন। এইচ এম এরশাদ আরও বলেন, জাতীয় পার্টিকে বাদ দিয়ে বাংলাদেশে আর কোনো নির্বাচন সম্ভব নয়। তিনি বলেন, জাতীয় পার্টি এখন শক্তি অর্জন করেছে, আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় গিয়ে মানুষের ভাগ্যের উন্নয়ন করবে। তিনি বলেন, খালেদা জিয়া আমাকে বিনা বিচারে টানা ছয় বছর জেলে রেখেছেন, অমানবিক নির্যাতন করেছেন। বাংলাদেশে সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে জাতীয় পার্টি। জেলখানায় আমাকে চিকিৎসা দেওয়া হয়নি। ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। অথচ জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়াকে বাড়ি দিয়েছিলাম, সন্তানদের লেখাপড়ার খরচ দিয়েছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস! খালেদা জিয়াই এখন কারাগারে। এরশাদ বলেন, আমরা মানুষ খুন করিনি, আমাদের হাতে রক্তের দাগ নেই। তাই আল্লাহর রহমত আর সাধারণ মানুষের ভালোবাসায় এখনো বেঁচে আছি। জাতীয় পার্টি এখন শক্তিশালী দল, আগামী নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় যেতে প্রস্তুত। তিনি বলেন, ঢাকা-১৭ আসন রাজধানীর অভিজাত এলাকা, এখানকার সর্বস্তরের মানুষের কাছে জাতীয় পার্টির গ্রহণযোগ্যতা আছে। ২০০৮ সালের নির্বাচনে এ আসনে সাধারণ মানুষ আমাকে প্রায় দেড় লাখ বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিল। আবারও নির্বাচন করব। এখন কোথাও সুশাসন নেই, আমরা নির্বাচনে জিতে দেশে সুশাসন দেব।

এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ দেশের দু-একটি আসন বাদ দিয়ে, যেখানে নির্বাচন করবেন, সেখানেই বিজয়ী হবেন। তার উন্নয়ন, সুশাসন, কল্যাণময় কর্মসূচি মানুষ এখনো ভোলেনি।

সর্বশেষ খবর