শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় সনদের ভিত্তিতে ঐক্য গড়ে তুলতে হবে

———————————— সাকী

নিজস্ব প্রতিবেদক

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেছেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অনাস্থা, অনিশ্চয়তা এবং সংঘাতের আশঙ্কা তত বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রীকে রেখে নির্বাচনকলীন ঐকমত্যের সরকার হবে না। জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে বিদ্যমান সংঘাতময় পরিস্থিতি ও জাতীয় সংকট থেকে উত্তরণে দিকনির্দেশনা সংবলিত ‘রাজনৈতিক সংঘাত-সংকট সমাধানে নতুন জাতীয় সনদ’ ঘোষণা করা হয়। প্রস্তাবিত জাতীয় সনদ পাঠ করেন দলের ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। এ সময় গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আবদুর রশীদ নীলু, ফিরোজ আহমেদ, হাসান মারুফ রুমি, দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, মনির উদ্দীন পাপ্পু, শ্যামলী সরকার, আবু বকর রিপন, জুলহাসনাইন বাবু, আরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য দীপক রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর