শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংস্কার হবে চসিকের ১২ শিক্ষাপ্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত ১২টি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহায়তায় অবকাঠামো উন্নয়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভবন হবে ৬ তলা বিশিষ্ট। শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে আধুনিক শ্রেণি কক্ষ, সুপরিসর কমন রুম, মাল্টিমিডিয়া ক্লাস সিস্টেম, শিক্ষকদের স্বতন্ত্র কক্ষসহ নানা সুবিধা। গতকাল দুপুরে চসিক সম্মেলন কক্ষে সিটি করপোরেশন কায়সার নিলুফার কলেজ পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দীন এ তথ্য জানান। সভায় উপস্থিত ছিলেন দেওয়ানবাজার ওয়ার্ডের সাবেক কমিশনার পেয়ার মোহাম্মদ, চসিকের সচিব মো. আবুল হোসেন, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, কায়সার-নিলুফার কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক। সভায় মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘চসিক বর্তমানে দুটি কলেজে অনার্স কোর্সসহ ৮টি ডিগ্রি কলেজ, ১৩টি উচ্চ মাধ্যমিক কলেজ, ৪৭টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি কিন্ডার গার্টেন, ২টি প্রাথমিক বিদ্যালয়, ১টি কম্পিউটার ইনস্টিটিউট পরিচালনা করছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করছে। শুধুমাত্র শিক্ষাখাতেই বছরে ৪৩ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে চসিক।’

সর্বশেষ খবর