শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
বসুন্ধরায় গার্মেন্ট পণ্যমেলা

স্বয়ংক্রিয় মেশিনারিজে আগ্রহ উদ্যোক্তাদের

নিজস্ব প্রতিবেদক

স্বয়ংক্রিয় মেশিনারিজে আগ্রহ উদ্যোক্তাদের

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে চার দিনব্যাপী টেক্সটাইল ও গার্মেন্ট পণ্য প্রদর্শনী —বাংলাদেশ প্রতিদিন

ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে চার দিনব্যাপী টেক্সটাইল ও গার্মেন্ট পণ্য প্রদর্শনী। গতকাল দ্বিতীয় দিন ছিল উদ্যোক্তাদের ভিড়। সারা দেশ থেকে আসা উদ্যোক্তাদের আধুনিক ও স্বয়ংক্রিয় মেশিনারিজ সম্পর্কে খোঁজখবর নিতে দেখা গেছে। প্রদর্শনীতে গিয়ে দেখা গেছে, স্বয়ংক্রিয় আধুনিক গার্মেন্ট শিল্পসংশ্লিষ্ট বিভিন্ন মেশিনারিজ দেখছেন দর্শক। প্রদর্শনীতে আগত দর্শকের সামনে গার্মেন্টশিল্পের জন্য প্রাকৃতিক ও কৃত্রিম ফেব্রিকের নতুন এবং উদ্ভাবনীমূলক মিশ্রণ উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর গার্মেন্ট এক্সেসরিজ, মোড়কসহ সংশ্লিষ্ট পণ্যের বিস্তৃত সংগ্রহ এখানে রয়েছে। প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ গার্মেন্ট এক্সেসরিজ, মোড়কীকরণ এবং লেবেল, জিপার, ট্যাগ, ট্যাপ, থ্রেড, রিবন, বাটন, রিভেট, লেইস, হুক, ট্রান্সফার ফিল্ম, পেপার, ইঙ্ক ইত্যাদি প্রদর্শন করছে। ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সরবরাহকারীদের সরাসরি সাক্ষাতের সুযোগ এ মেলায় কেউ হাতছাড়া করছেন না। মেলা ঘুরে দেখা গেছে, প্রতিটি স্টলে কর্মীরা মেশিন চালাচ্ছেন। দর্শকদের দেখিয়ে দিচ্ছেন কীভাবে কাজ করে এসব মেশিন। মেশিনারিজ সাপ্লাইয়ার, ইমপোর্টাররা উদ্যোক্তাদের হাতেকলমে শিখিয়ে দিচ্ছেন। স্বয়ংক্রিয় মেশিনে পোশাক প্যাকেটজাত করার অত্যাধুনিক যন্ত্রে চোখের নিমেষেই তৈরি পোশাক প্যাকেটজাত হচ্ছে। সংশ্লিষ্টরা বলেন, একজন অপারেটরের মাধ্যমে একটি কারখানার সব পোশাক প্যাকেটজাত করা সম্ভব। এখানে রয়েছে বিশ্বের খ্যাতনামা প্রতিষ্ঠানের উৎপাদিত ফিনিশিং আয়রন। ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত মূল্যে ফিনিশিং আয়রনের মাধ্যমে নিয়ন্ত্রিত তাপে কাজ করা সম্ভব। ফলে অপারেটরকে তাপ সহ্য করতে হবে না। মেলায় রয়েছে আন্তর্জাতিক মানের সুইং, নিটিং, অ্যামব্রয়ডারি, লন্ড্রি, ফিনিশিং, ডাইং, ক্যাড/ক্যাম, প্রিন্টিং কাটিং, স্প্রেডিং মেশিনারিজ। এ ছাড়া ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিকস সোর্সিং ফেয়ারে বিভিন্ন কোম্পানি প্রাকৃতিক ও কৃত্রিম সুতা এবং ওভেন ও নিটশিল্পের জন্য উভয়ের মিশ্রণের সর্বাধুনিক সংগ্রহ তুলে ধরা হয়েছে। মেশিনারিজও প্রদর্শন করা হচ্ছে। মেলায় তৈরি পোশাকশিল্পের জন্য দেশি-বিদেশি প্রতিষ্ঠানের উৎপাদিত বাহারি রঙের সুতা, বোতাম, জল ছাপার সামগ্রী, মেশিন ও এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শন করা হচ্ছে। সেমস গ্লোবাল আয়োজিত এ প্রদর্শনীতে পোশাকশিল্পের সহায়ক নতুন নতুন প্রযুক্তি, সরঞ্জাম ও কাঁচামাল নিয়ে অংশ নিয়েছে দেশ-বিদেশের খ্যাতনামা প্রতিষ্ঠানসমূহ। প্রদর্শনীতে রয়েছে টেক্সটাইল ও গার্মেন্ট শিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারিজ, ডায়েস এবং বিশেষ রাসায়নিক দ্রব্যের বিশাল সমাহার। বিশ্বের ২৫টি দেশের ১ হাজার ২৫০টি প্রতিষ্ঠান ১ হাজার ৫০০ স্টলে এ প্রদর্শনীতে অংশগ্রহণ করছে। সংশ্লিষ্টরা জানান, প্রদর্শনীগুলো ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য একটি যুগোপযোগী প্লাটফরম, যেখানে কার্যকর যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তি ও সেবার সঙ্গে পরিচিত হতে পারবেন। প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

সর্বশেষ খবর