শিরোনাম
শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বনসাইয়ের নান্দনিকতায় শিল্পের ছোঁয়া

সাংস্কৃতিক প্রতিবেদক

বনসাইয়ের নান্দনিকতায় শিল্পের ছোঁয়া

শহুরে মানুষের সামনে বৃক্ষরাজির সৌন্দর্য সুষমা ফুটিয়ে তুলে শেকড়ের সঙ্গে পরিচয় করাতে রাজধানীর ধানমন্ডিতে চার দিনের বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। দশম বর্ষপূর্তিতে এ প্রদর্শনীর আয়োজন করেছে রেডিয়েন্ট বনসাই সোসাইটি। গতকাল সকালে ধানমন্ডির ডব্লিউভিএ অডিটরিয়ামে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু, এটিএন নিউজের প্রধান নির্বাহী মুন্নী সাহা। প্রতিষ্ঠানটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরীর সভাপতিত্বে এতে স্বাগত বক্তৃতা করেন সম্পাদক মনিরউদ্দিন আহমেদ। প্রদর্শনীতে দেখা গেছে, বাড়ির পাশের খাল, নদীর তীরে বটের মূলের নয়নাভিরাম দৃশ্য, রেললাইনে বিভক্ত হয়ে দুটি গ্রামের এঁকেবেঁকে পথচলা, দিগন্তে বিস্তৃত বটের ছায়ার মতো দৃশ্যগুলোকে গাছের ডালপালায় শৈল্পিকভাবে তুলে ধরা হয়েছে। রংগন, ফুকেন্টি, রক্ত চন্দন, পাকুড়, বাগানবিলাস, বট, চায়না বটসহ ২৫০ প্রজাতির প্রায় তিন শতাধিক বনসাই স্থান পেয়েছে প্রদর্শনীতে। সোসাইটির সভাপতি গুলসান নাসরীন চৌধুরী জানান, ১ হাজার টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে এখানকার বনসাই। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবশ্রেণির দর্শনার্থী ও ক্রেতার জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীস্থল। ১৬ সেপ্টেম্বর শেষ হবে এ প্রদর্শনী।

সর্বশেষ খবর