শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে জিপারের কার্টনে সোনা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জিপারের কার্টনে প্রায় আড়াই কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। এসব সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২৫ লাখ টাকা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিমানবন্দরের কার্গো শাখায় এসব সোনার মোট ২৫টি বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় জড়িত কেউই গ্রেফতার হয়নি।  গতকাল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম জানান, সোনার চালানটি  সিঙ্গাপুর থেকে ঢাকায় আসে। এগুলো জিপারের একটি কার্টনে লুকিয়ে কার্গো শাখায় রাখা হয়। পরে গোপন সূত্রে  খবর পেয়ে কার্গো শাখায় সন্দেহভাজন  জিপার ভর্তি দুটি কার্টন বের করা হয়। এরমধ্যে জিপারের একটি কার্টনের ওজন ভারী হওয়ায় তা বিমানবন্দরের ব্যাগেজ বেল্টে আনা হয়। সেখানে বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে কার্টন খুলে সোনার বারগুলো জব্দ করা হয়। এ ঘটনায় শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর