শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

আওয়ামী লীগে নির্বাচনী প্রস্তুতি শুরু

৮ বিভাগে নির্বাচন পরিচালনা ও ১৫ উপকমিটি গঠন হচ্ছে, প্রথম সভা আজ

রফিকুল ইসলাম রনি

আওয়ামী লীগে নির্বাচনী প্রস্তুতি শুরু

আর সাড়ে ৩ মাস পর একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে দলকে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আনতে নানা রাজনৈতিক কৌশল ও নির্বাচনী প্রচারণার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ। বিগত ৪টি জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে এই কর্মপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের পাশাপাশি ৮ বিভাগে ‘নির্বাচন পরিচালনা’ কমিটি গঠন করতে যাচ্ছে দলটি। একই সঙ্গে ১৫টি উপকমিটি গঠন করা হবে। আজ রাতে গণভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে এই আট বিভাগের কমিটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। গতকাল বিকালে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভায় দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ বিষয়ে দলের নেতাদের জানিয়েছেন। বৈঠকে উপস্থিত একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে হ্যাটট্রিক জয়ই আওয়ামী লীগের লক্ষ্য। সে কারণে নির্বাচন কেন্দ্রিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যে দলের নির্বাচন পরিচালনার জন্য একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। সে কমিটির সভাপতি দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কো-চেয়ারম্যান এইচ টি ইমাম ও সদস্য সচিব দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনের শীর্ষ দুজন নেতা এই কমিটির সদস্য। এ ছাড়াও বিভাগীয় নির্বাচন পরিচালনার জন্য আজকের বৈঠকে আটটি কমিটি গঠন করা হবে। ওই কমিটির আহ্বায়ক করা হবে দলের উপদেষ্টা পরিষদের সদস্যদের। যারা নির্বাচনে অংশ নেবেন না তাদের। আর যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব করা হবে বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের। এমন খসড়া তালিকা করা হয়েছে। আজকের বৈঠকে চূড়ান্ত অনুমোদন করা হবে বলে নির্বাচন পরিচালনা কমিটির একাধিক নেতা এ তথ্য নিশ্চিত করেছেন। একই সঙ্গে ১৫টি বিভিন্ন উপকমিটির অনুমোদন দেওয়া হবে। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৭টায় গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ খবর