শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জাতীয় ঐক্যের নেতাদের এক সঙ্গে যাত্রা শুরু আজ

পাঁচ দাবি ও ৯ লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

৫ দাবি ও ৯ দফা লক্ষ্য নিয়ে আজ জাতীয় ঐক্যের নেতারা শপথ করে একসঙ্গে যাত্রা শুরু করবেন। এখন থেকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচিও আসবে। নির্বাচনও হবে একই প্লাটফর্মে। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও সাবেক ডাকসু ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ হাতে হাত রেখে শপথ করবেন। বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অঙ্গীকার করবেন। সঙ্গে থাকবেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিক। গতকাল রাত ৯টায় নাগরিক ঐক্যের আহ্বায়ক কমিটির সদস্য আতিকুর রহমান বলেন, তারা ভেন্যুর অনুমতি পাননি। তারপরও সেখানে যাবেন জাতীয় ঐক্যের নেতারা।

গতকাল যুক্তফ্রন্টের ৯ দফা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার ৭ দফাকে সমন্বয় করা হয়।  নাগরিক ঐক্যের কার্যালয়ে চার দলের প্রতিনিধি এ কর্মসূচি চূড়ান্ত করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক, গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক উল্লাহ এবং নাগরিক ঐক্যের নেতা আতিকুর রহমান ও ডা. জাহেদ উর রহমান। এরপর ৫ দফা দাবি চূড়ান্ত করা হয়। আজ কেন্দ্রীয় শহীদ মিনারে এই দাবিগুলো তুলে ধরবেন নেতারা। এগুলো হলো— নির্বাচনে সবার জন্য সমান সুযোগ, সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়া, নির্বাচন কমিশন পুনর্গঠন করা ও সবার বাকস্বাধীনতা থাকা, ‘কোটা সংস্কার’ ও ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে গ্রেফতার হওয়াসহ সব রাজবন্দীর মুক্তি দাবি ও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কাউকে গ্রেফতার না করা, নির্বাচনের এক মাস আগে ও ১০ দিন পর পর্যন্ত বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন করা ও ইভিএম বাতিল করা।

সর্বশেষ খবর