রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শাহজালালে এবার ১৯ কেজি খাত জব্দ

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৯ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাত মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গতকাল সকালে জেড এয়ারওয়েজে আসা এনপিএসের চালান বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার জানান, ‘নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস’ (এনপিএস) তথা ‘খাত’ মাদকের ১৯ কেজির একটি চালান আমরা জব্দ করেছি। এই চালানটি তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার বায়তুস শরিফ মসজিদ কমপ্লেক্সের তৃতীয় তলার ১৪৯/এ শেনিন করপোরেশনের নামে ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে পাঠানো হয়েছে। তিনি বলেন, ‘এই চালানটি ইথিওপিয়া থেকে পাঠানো হলেও সেটি প্রথমে ভারতে যায়, সেখান থেকে জেড এয়ারলাইন্সে করে চালানটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে। গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা খবর পেয়ে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে খাত মাদকের চালানটি  জব্দ করি।’ এর আগে, গত শুক্রবার সকালে ছয়টি কার্টনে থাকা ১২০ কেজি এনপিএস মাদক জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত ৩১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাক বিভাগের সর্টিং এয়ারপোর্ট অফিসের গোডাউন থেকে ২৩টি কার্টনে আনা মোট ৪৬৮ কেজি এনপিএস বা খাত আটকের পর কাকরাইল থেকে রাতেই আমদানিকারক দুবাই ফেরত মোহাম্মদ নাজিমকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রসঙ্গত, গত ৩১ আগস্ট ও ৮ সেপ্টেম্বর একই ধরনের দুটি পণ্যের চালান আটক করা হয়েছিল, যার ওজন যথাক্রমে ৪৬০ ও ১৬০ কেজি।

সর্বশেষ খবর