রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১৫ দলীয় ইসলামী জোটের আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী ও তরিকত ফেডারেশনের সাবেক মহাসচিব এম এ আউয়ালের নেতৃত্বে ১৫টি রাজনৈতিক দল ও সংগঠন নিয়ে ইসলামিক ডেমোক্রেটিক অ্যালায়েন্স (আইডিএ) নামে জোটের আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল রাজধানীর হোটেল ইমপেরিয়ালে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এ জোটের আনুষ্ঠানিক ঘোষণা হয়।

নতুন জোট সম্পর্কে জোটের কো-চেয়ারম্যান ও মুখপাত্র এম এ আউয়াল বলেন, ১/১১-এর কুশীলবরা আবার তোড়জোড় শুরু করেছেন। বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। জামায়াতে ইসলামী তার কথিত মিত্রদের নিয়ে ইসলামের ছদ্মাবরণে ২০১৩-১৪ সালের মতো আরেকটি তাণ্ডব সৃষ্টির গোপন প্রচেষ্টা চালাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী বলেন, জোটের প্রতিটি দল ইসিতে নিবন্ধনের আবেদন করেছে। তা ছাড়া নিবন্ধন কোনো নিয়ম হতে পারে না। নির্বাচনের আগে নিবন্ধন সিস্টেম বাতিল করার জন্য ইসিকে বাধ্য করা হবে। আওয়ামী লীগের কাছে আগামীতে কটি আসন চাইবেন— জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা কোনো দরকষাকষি করব না। প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করার জন্য আমরা কাজ করব।’ এ সময় জোটের মহাসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম খানসহ প্রতিটি দলের চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর