শিরোনাম
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ছাত্রীকে ফেরত দিল ‘অপহরণকারীরা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মেহেন্দীগঞ্জে স্কুলছাত্রী অপহরণের ২৪ ঘণ্টার মাথায় তাকে পুলিশের কাছে ফেরত দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ছাত্রলীগ ও শ্রমিক লীগের মাধ্যমে তাকে থানায় ফেরত দেয় অপহরণকারীরা। গতকাল ওই ছাত্রী বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অপহরণ ঘটনায় জবানবন্দি দিয়েছে। অপহরণকারীরা জোরপূর্বক তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর রেখেছে বলে জবানবন্দিতে উল্লেখ করে ওই ছাত্রী। উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রী অপহরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের কথিত নেতা মিন্টু জমাদ্দারসহ ৭ জনের বিরুদ্ধে মেহেন্দীগঞ্জ থানায় মামলা করে অপহৃতার মা। তবে মামলার কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুল হক জানান, ওই ছাত্রীকে উদ্ধারের জন্য মিন্টু জমাদ্দারের পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হলে শুক্রবার সন্ধ্যার পর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল ও  শ্রমিক লীগ সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার তাকে নিয়ে থানায় হাজির হন।

তারা পুলিশকে জানান, মিন্টু ও তার সহযোগীরা ওই ছাত্রীকে নিয়ে ভোলায় গিয়েছিল।

সর্বশেষ খবর