রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করার দাবি

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, বৃহত্তর যশোর জেলায় অর্থনৈতিক জোন স্থাপনসহ ১১ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহত্তর যশোর উন্নয়ন ও যশোর বিভাগ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গতকাল সকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে যশোরের বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারা অংশ নেন। যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ ও যশোরকে বিভাগ ঘোষণা ছাড়াও অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইলে চারটি অর্থনৈতিক জোন তৈরি, চার জেলায় আন্তঃরেল যোগাযোগ প্রতিষ্ঠা, খুলনা থেকে কলকাতাগামী ট্রেনের জন্য যশোর জংশনে স্টপেজ করা প্রভৃতি। অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতারা।

 সংবাদ সম্মেলনে সমিতির ঢাকা শাখার সভাপতি শৈলেন্দ্রনাথ সাহা, সহ-সভাপতি লে. কর্নেল (অব) হাসান ইকবাল, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান বিপুল প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর