রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রযুক্তিনির্ভর প্রচারণায় অংশ নেবে জাপা

———— জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, উন্নত বিশ্বের মতো নির্বাচনে জাতীয় পার্টি তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচারণায় অংশ নেবে। তিনি বলেন, ‘নির্বাচনী প্রচারণায় আমরা একটি আধুনিক ব্যবস্থাপনা সৃষ্টি করব যা অন্যদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। দেশের প্রত্যেক মানুষের কাছে অতি সহজেই, পল্লীবন্ধুর আহ্বান পৌঁছে দিতে সক্ষম হব আমরা।’ গতকাল রাজধানীর গুলশানের ইমানুয়েলস্ মিলনায়তনে দলীয়  কর্মীদের জন্য তথ্যপ্রযুক্তিবিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন। জাতীয় পার্টি চেয়ারম্যানের তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা শফিউল্লাহ আল মুনিরের পরিচালনায় কর্মশালায় আরও বক্তব্য দেন পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এস এম ফয়সল চিশতী, আজম খান, মেজর (অব.) মো. খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু। এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে হুসেইন মুহম্মদ এরশাদের নয় বছর স্বর্ণযুগ হিসেবে বিবেচিত হচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা এরশাদের নেতৃত্বে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ব।’

সর্বশেষ খবর