রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পানির দুটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা

সিলগালা আরও তিনটি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে পানির দুটি প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আরও ৩টি প্রতিষ্ঠানের ১০ জনকে বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়েছে। গতকাল তেজগাঁও এবং ফার্মগেট এলাকায়  র‌্যাব-২ ও বিএসটিআইয়ের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। এসময় বিএসটিআই’র মহাপরিচালক সরদার আবুল কালাম উপস্থিত ছিলেন। বিএসটিআই সূত্র জানায়, তেজগাঁও রেলস্টেশন সংলগ্ন ডিম পট্টিতে নামবিহীন ৩টি প্রতিষ্ঠান বিএসটিআই’র অনুমোদন ছাড়াই নোংরা পরিবেশে ওয়াসার পানি সরাসরি জারে ভরে ফিল্টার পানি হিসেবে বাজারজাত করে আসছিল। এতে জড়িত থাকার অভিযোগে মোট ১০ জনকে বিভিন্ন মেয়াদে জেল এবং প্রতিষ্ঠান তিনটিকে সিলগালা করা হয়।

সর্বশেষ খবর