রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়া আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন

----শিল্পমন্ত্রী

ঝালকাঠি প্রতিনিধি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, এই জেলায় দুজন বিচারক হত্যা করেছিল বাংলা ভাই ও তার লোকেরা। এই বাংলা ভাইয়েরা কাদের আমলে সৃষ্টি হয়েছে। বাংলা ভাইয়েরা সৃষ্টি হয়েছিল জোট সরকারের আমলে। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচার বন্ধ করা হয়েছে। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে এই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছি।

খালেদা  জিয়া অসুস্থ বলায় তার জন্য বিশেষ আদালত বসানো হয়েছে। সেখানেও তিনি উপস্থিত হতে পারবেন না বলে আদালতের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।  ঝালকাঠিতে ১২ তলাবিশিষ্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গতকাল সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত কম্পাউন্ডে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক, জেলা প্রশাসক মো. হামিদুল হক, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমানসহ আইনজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর