রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচনের দাবি এনডিএফ’র

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ ও প্রভাবমুক্তভাবে করার আহ্বান জানিয়েছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ) জোটের চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছাল। তিনি বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ ও  প্রভাবমুক্ত। সব দলের অংশগ্রহণের মাধ্যমে নিরপেক্ষ ও প্রভাবমুক্ত নির্বাচন বাস্তবায়নের লক্ষ্যে এবার এনডিএফ জোট ৩০০ আসনে প্রার্থী মনোনয়ন দেবে।

গতকাল রাজধানীর তোপখানা রোডের বি এম এ অডিটোরিয়ামে ন্যাশনাল পিপলস্ পার্টি-এনপিপি’র নেতৃত্বাধীন এনডিএফ জোটের সারা দেশ থেকে আগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় ও কর্মশালায় তিনি এসব কথা বলেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন মো. আব্দুল হাই মণ্ডল, অধ্যাপক কাজী ছাবের আহাম্মদ (ছাব্বীর), কাজী আমানুল্লাহ মাহফুজ প্রমুখ।

সর্বশেষ খবর