শিরোনাম
রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেখ হাসিনার নেতৃত্বেই জাতীয় ঐক্য হতে পারে

--ব্যারিস্টার নাজমুল হুদা

নিজস্ব প্রতিবেদক

তৃণমূল বিএনপি ও জাতীয়  জোট— বিএনএ চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ‘আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট এবং জাতীয় জোট বিএনএকে বাইরে রেখে কোনো জাতীয় ঐক্য হতে পারে না। আপাতদৃষ্টিতে ড. কামাল হোসেন ও ডা. বদরুদ্দোজা চৌধুরী আহূত জাতীয় ঐক্য সরকারবিরোধী এবং সরকার পতনের ঐক্য ছাড়া কিছু নয়। জাতীয় ঐক্যের ডাক দেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে জাতীয় ঐক্য এখন সময়ের দাবি। এ দাবি শেখ হাসিনার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হতে পারে। আর কারও নেতৃত্বে নয়।’ গতকাল রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজার ১৬ তলায় বিএনএ মিলনায়তনে বিএনএ আয়োজিত ‘একদলীয় শাসন বনাম বহুদলীয় শাসন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন। কৃষক শ্রমিক আওয়ামী লীগ- বাকশাল সভাপতি মাহাবুব আলমের সভাপতিত্বে তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনএ মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন সালাম মাহমুদ প্রমুখ।

সর্বশেষ খবর