মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে উন্নয়ন হবে সমন্বয়ের মাধ্যমে

ত্রিপক্ষীয় বৈঠকে সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন হবে সমন্বয়ের মাধ্যমে। চট্টগ্রাম  সিটি করপোরেশন (চসিক), চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) এবং আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। গতকাল দুপুরে  চসিকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নগর আওয়ামী  লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন চসিকের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং চউকের চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালাম,  নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন।

বৈঠকে সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন,  ‘সামনে নির্বাচন, ‘আমাদের কঠিন পরীক্ষা। অস্তিত্বের লড়াইয়ে আমাদের মাঠে নামতে হবে। কারণ স্বাধীনতাযুদ্ধে পরাজিতরা আরেকটি ১৫ আগস্ট ঘটাতে চাইছে। কিন্তু এখন আর তাদের সেই সুযোগ দেওয়া হবে না।’ চউকের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ‘সিডিএ চেয়ারম্যান হতে বিসিএস পরীক্ষা বা নিজের যোগ্যতা দিয়ে চেয়ারম্যান হইনি। শুধু আওয়ামী লীগ কর্মী বলেই চেয়ারম্যান হয়েছি, দায়িত্ব পালন করছি। আমাদের অঙ্গীকারের মধ্যে সব কাজই শেষ করতে পেরেছি। সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, অ্যাড. সুনীল সরকার, সাংগঠনিক সম্পাদক নোমাল আল মাহমুদ, হাসান মাহমুদ হাসনী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দিদারুল আলম প্রমুখ।

সর্বশেষ খবর