মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শহিদুল আলমকে ডিভিশন দেওয়ার আদেশ বহাল

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দিতে হাই কোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে। ডিভিশন সংক্রান্ত হাই কোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন গতকাল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী। এর ফলে হাই কোর্টের আদেশ বহাল রয়েছে বলে শহিদুলের আইনজীবীরা জানিয়েছেন।  আদালতে শহিদুলের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সারা হোসেন পরে সাংবাদিকদের বলেন, ডিভিশন দেওয়ার আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ায় হাই কোর্টের আদেশই বহাল থাকছে। রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলা হয়েছে। গত ৫ সেপ্টেম্বর আলোকচিত্রী শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দী মর্যাদা দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা রিট আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের একটি বেঞ্চ এ আদেশ দেয়। রবিবার এ আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবির পুলিশ। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নিম্ন আদালত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর