শিরোনাম
মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কারাবন্দীদের মুক্তির দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

নিরাপদ সড়ক আন্দোলনকে কেন্দ্র করে কারাবন্দী আলোকচিত্রী শহিদুল আলম, ছাত্র ফেডারেশনের নেতা মারুফ ও আশাফসহ বন্দী শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশন। গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে সরকারপ্রধানের কাছে এ দাবি জানান নেতা-কর্মীরা। গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় আল জাজিরার সঙ্গে কথা বলেন শহিদুল আলম। সংবাদমাধ্যমটির বিশ্লেষণধর্মী সেই অনুষ্ঠানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে হামলাসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। এ ঘটনায় তাকে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ৫ আগস্ট রাতে আটক করে ডিবি পুলিশ। পরদিন নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্র ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মারুফ হোসেন এবং রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক আজিজুর রহমান আশাফকে গ্রেফতার করে চট্টগ্রাম মহানগর পুলিশ। কর্মসূচিতে সংগঠনটির রাজনৈতিক শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাব্বত হোসেন মিলন বলেন, যখন শিক্ষার্থীরা নিরাপদ সড়ক আন্দোলনের মতো যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলেন তখন তাদের ওপর পুলিশ ও দুর্বৃত্তরা হামলা করেছে।

শিক্ষার্থীরা নির্মম নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়েছে। কর্মসূচিতে রাজশাহী মহানগর ছাত্র ফেডারেশনের আহ্বায়ক জিনাত আরা সমো, রাবি শাখার সহ-সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সাংগঠনিক সম্পাদক সুমন মোড়লসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর