মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

খুলনা কারাগারে ৪৮২ বন্দীকে মুক্তির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক, খুলনা

লঘু অপরাধে খুলনা কারাগারে থাকা ৪৮২ বন্দীকে মুক্তির প্রস্তাব করেছে কারা কর্তৃপক্ষ। এদের নামের তালিকা ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে। শিগগিরই তালিকার বন্দীদের কারামুক্তির নির্দেশনা আসতে পারে বলে জানা গেছে।

গতকাল খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ জানান, লঘু অপরাধে কারাগারে থাকা ৪৮২ জন বন্দীকে মুক্তির প্রস্তাব ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে পর্যায়ক্রমে এই নির্দেশনা আসতে পারে। এর আগে লঘু অপরাধে আইনি প্রক্রিয়া শেষে সিলেট কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।

সর্বশেষ খবর