মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিনিয়োগে আগ্রহী থাইল্যান্ড

শুল্কমুক্ত সুবিধা চায় বিজিএমইএ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে থাইল্যান্ড। দেশটির ব্যবসায়ীদের জন্য এখন আকর্ষণীয় গন্তব্য বাংলাদেশ। এ বিষয়কে গুরুত্ব দিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বাড়াতে চায় থাই সরকার। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে যৌথ বিনিয়োগ স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় সফররত থাই বাণিজ্য প্রতিনিধি দলের ও দেশটির ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টের (আইটিডি) নির্বাহী পরিচালক মানু সিথিপ্রাসাসানা। গতকাল মতিঝিলের ফেডারেশন ভবনে এফবিসিসিআই নেতাদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এসব কথা বলেন মানু সিথিপ্রাসাসানা। এতে আরও বক্তব্য দেন— এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, থাইল্যান্ডের বিনিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন বিনিয়োগ প্রমোশন অফিসার আপিপং খুনাকর্নবোদিনতরসহ দুই দেশের সরকারি কর্মকর্তা, শীর্ষ ব্যবসায়ী ও শিল্পপতিরা। এদিকে বিকালে বিজিএমইএ ভবনে আলোচনায় থাইল্যান্ডে তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত বাজার সুবিধা চেয়েছে নেতারা।  এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন সরকারের দেওয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে থাইল্যান্ড প্রতিনিধিদলকে এদেশের সম্ভাবনাময় খাতগুলোতে বিনিয়োগের আহ্বান জানান। ওই আলোচনা সভার দ্বিতীয় পর্যায়ে থাইল্যান্ড থেকে স্বাস্থ্য, কৃষি, সিরামিক, লুব্রিকেন্ট, মোটরসাইকেল, প্লাস্টিক, আর্কিটেকচারাল ডিজাইন ইত্যাদি খাতের প্রতিনিধিরা বাংলাদেশের সংশ্লিষ্ট খাতগুলোর ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস টু বিজনেস (বি টু বি) আলোচনায় মিলিত হন।

পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দাবি : থাই বাণিজ্য প্রতিনিধি দলের সদস্যরা বিকালে কাওরানবাজারে বিজিএমইএ কার্যালয়ে সংগঠনটির নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এতে বক্তব্য দেন— প্রতিনিধি দলের প্রধান মানু সিথিপ্রাসাসানা, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ফারুক হাসান, সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির ও পরিচালক মুনির হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এ এইচ এম সফিকুজ্জামান প্রমুখ। ওই বৈঠকে বিজিএমইএ সহসভাপতি (অর্থ) মোহাম্মদ নাছির বলেন, বাংলাদেশের পোশাক রপ্তানিকারকরা থাইল্যান্ডে পোশাক রপ্তানি করতে আগ্রহী। কিন্তু শুল্ক বাধার কারণে তা সম্ভব হয় না। তিনি বাংলাদেশের পোশাক শিল্পের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা প্রদানের বিষয়ে উদ্যোগ গ্রহণের জন্য থাই প্রতিনিধি দলকে অনুরোধ জানান। আলোচনাকালে থাই প্রতিনিধিরা বাংলাদেশের পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর