বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

দেশে রেকর্ড পরিমাণ গ্যাস-বিদ্যুৎ উৎপাদন

জিন্নাতুন নূর

দেশে সম্প্রতি রেকর্ড পরিমাণ গ্যাস-বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। আমদানিকৃত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহের ফলে গ্যাসের সার্বিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এর ফলে সম্প্রতি তিন হাজার ২০৫ মিলিয়ন কিউবিক ফিট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদিত হয়েছে। অন্যদিকে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ ও তেলচালিত সব বিদ্যুৎ কেন্দ্র চালু রাখায় সোমবার সন্ধ্যায় এ যাবৎকালের রেকর্ড পরিমাণ ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, আমদানিকৃত এলএনজির ফলে সম্প্রতি দেশের সার্বিক গ্যাস উৎপাদন প্রতিদিন তিন হাজার ২০৫ মিলিয়ন কিউবিক (এমএমসিএফডি) ফিটে পৌঁছেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ। বর্তমানে স্থানীয় গ্যাস কোম্পানিগুলো দৈনিক এক হাজার ৭২ এমএমসিএফডি গ্যাস উৎপাদন করছে।

সর্বশেষ খবর