শিরোনাম
বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিশু আইনের ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হয়েছে

—————————— প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক, সিলেট

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, পৃথিবীতে কোনো আইনকেই স্বয়ংসম্পূর্ণ বলা যাবে না। সব আইনেই কিছু ত্রুটি-বিচ্যুতি থাকে। শিশু আইন-২০১৩-তেও কিছু ত্রুটি-বিচ্যুতি রয়েছে। বিচারক ও বিশেষজ্ঞদের গবেষণায় ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত হয়েছে। এগুলো দূর করে শিশু আইন-২০১৩ সংশোধন করা হলে শিশু আদালতের মামলাগুলোর গুণগত মান বৃদ্ধি করে নিষ্পত্তি সম্ভব হবে। গতকাল বিকালে সিলেট জেলা ও দায়রা জজ আদালত ভবনে শিশু আদালতের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। ঢাকার বাইরে এই প্রথম সিলেটে শুরু হলো শিশু আদালতের কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান বিচারপতি মাহমুদ হোসেন আরও বলেন, শিশুরাই দেশ ও জাতির কর্ণধার। তাদের আদর্শবান ও শিক্ষিত করে গড়ে তোলা আমাদের দায়িত্ব। কোনো শিশুই অপরাধী হয়ে জন্মায় না। কিছু স্বার্থান্বেষী মানুষের কারণে তারা অপরাধ জগতে বিচরণ করে। শিশু যাতে বিপথগামী না হয়, সেদিকে লক্ষ্য রাখা আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের শিশু সুরক্ষা বিভাগের প্রধান জন লেইবি। এ সময় সিলেট জেলা ও দায়রা জজ ড. গোলাম মর্তুজা, জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, পাবলিক প্রসিকিউটর মিসবাহ উদ্দিন সিরাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর