বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রংপুর সিটিকে ৫০টি বাস দেবে নিটল মটরস

নিজস্ব প্রতিবেদক, রংপুর

নগরীতে টাউন সার্ভিস হিসেবে চলাচলের জন্য রংপুর সিটি করপোরেশনকে ৫০টি বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নিটল মটরস্ লিমিটেডের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমদ। মঙ্গলবার রাতে নগরীর শীতল কমিউনিটি সেন্টারে নিটল মটরস্ আয়োজিত তিন দিনব্যাপী টাটা গাড়ির সুপার গ্র্যান্ড মেলার সমাপনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন আবদুল মাতলুব আহমেদ। তিনি বলেন, নিটল মটরস্ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয়; জনকল্যাণেও কাজ করে যাচ্ছে। রংপুর সিটি করপোরেশন চালু হওয়ার ৬ বছরেও নগরে টাউন সার্ভিস চালু হয়নি। তাই রংপুর নগরবাসীর চলাচলের সুবিধার্থে টাউন সার্ভিস হিসেবে ৫০টি বাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানে প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বাস প্রদানের ঘোষণা দেওয়ায় আব্দুল মাতলুব আহমদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সিটি করপোরেশনের পক্ষ থেকে আবদুল মাতলুব আহমদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, জেলা মটর মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম আজিজুল ইসলাম রাজু, নিটল মটরস্ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহমেদ, রংপুর আঞ্চলিক পরিবেশক নাহিদুজ্জামান নিশাদ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর