Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০২:৩৬
সমকালীন রাজনীতি
বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর
- ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিবেদক

বিএনপির আন্দোলনের হুমকি হাস্যকর বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ বছর ধরে তারা চেষ্টা করছে। জনগণ তাদের আন্দোলনে সাড়া দেয়নি। জনগণ যদি সাড়া না দেয়, ১০ বছরে যা পারেনি, আগামী দুই মাসে তা পারবে— এটা পাগলেও বিশ্বাস করবে না। এটা একটা হাস্যকর বিষয়। এটা এখন তারা স্বপ্ন দেখতে পারে। এ স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে। গতকাল সকালে রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, জনগণ যদি সাড়া না দেয় তাহলে বিএনপি আন্দোলন করবে কাকে নিয়ে। বিএনপি দেশকে বিদেশিদের কাছে ছোট করেছে অভিযোগ করে কাদের বলেন, বিদেশিদের কাছে কান্নাকাটির পর্ব সমাপ্ত, অবশেষে জাতিসংঘে গিয়ে নালিশ করল। সেখানে বাংলাদেশকে ছোট করল, অসম্মান করল, আমাদের দেশের জনগণকে, আমাদের গণতন্ত্রকে তারা অপমান করল।

এই পাতার আরো খবর
up-arrow