বৃহস্পতিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শেয়ারবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

নিজস্ব প্রতিবেদক

উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল দেশের উভয় শেয়ারবাজারের প্রধান সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে বেড়েছে।

ডিএসইতে ৮২৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯৩ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৭৩১ কোটি ৬৮ লাখ টাকার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে  ১৯১১ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমেছে। লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে ১৫৭টির দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৩২টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৮১ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ইনটেকের ৩৬ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে একটিভ ফাইন। লেনদেনে এরপর রয়েছে— ন্যাশনাল হাউজিং, প্যারামাউন্ট টেক্সটাইল, বিবিএস কেবলস, সায়হাম টেক্সটাইল, কনফিডেন্স সিমেন্ট, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং আমান ফিড।

সর্বশেষ খবর