শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভোর রাতে শাবির ছাত্রী হলে চুরি আতঙ্ক

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দুটি মোবাইল ফোন নেয় এবং হলের ডি ব্লকের অন্তত তিনটি রুমে চুরির চেষ্টা চালায়। চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছে আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীরা। এ ঘটনায় আবাসিক ছাত্রীদের পক্ষ থেকে সিকিউরিটি অফিসারের পদত্যাগসহ সাত দফা দাবি পেশ করা হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার তদন্তে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ছাত্রীরা আতঙ্কে থাকায় রাতে ছাত্রী হলে পুলিশ প্রহরার ব্যবস্থা করা হবে। জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টায় হলের নিচতলার সিঁড়ির পাশের রান্নাঘরের গ্রিল কেটে একদল চোর ঢুকে। এ সময় তারা হলের ১৩১ নম্বর কক্ষ থেকে একটি মোবাইল নেয় এবং একই কক্ষের আরেক শিক্ষার্থীর মোবাইল চুরির চেষ্টা করে। এ সময় ওই শিক্ষার্থী ঘুম থেকে ওঠে চিৎকার দেয়। পরে চোরেরা আসার রাস্তা দিয়েই পালিয়ে যায়।

সর্বশেষ খবর