Bangladesh Pratidin

প্রকাশ : শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২০ সেপ্টেম্বর, ২০১৮ ২৩:৪৭
খুলনায় পাটকলে লাঠি মিছিল
নিজস্ব প্রতিবেদক, খুলনা

বকেয়া মজুরি প্রদান ও পাট কিনতে অর্থ বরাদ্দসহ ৬ দফা দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ পাটকলের শ্রমিকরা লাঠি হাতে মিছিল করেছেন। গতকাল সকালে বিক্ষুব্ধ শ্রমিকরা মিলগেট থেকে মিছিল করে বিআইডিসি রোড, নতুন রাস্তার মোড়সহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের ডাকে শ্রমিকরা এ বিক্ষোভ মিছিল করেন। এর আগে গেট সভায় বক্তৃতা করেন পাটকল সিবিএ নন সিবিএ পরিষদের সদস্য সচিব সোহরাব হোসেন, শ্রমিক নেতা কওছার আলী মৃধা, খলিলুর রহমান, আবু জাফর। নেতৃবৃন্দ অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ

এই পাতার আরো খবর
up-arrow