শুক্রবার, ২১ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেনাবাহিনী প্রধানের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল কক্সবাজারের উখিয়া উপজেলার ‘বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্প’ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের খোঁজ-খবর নেন ও ক্যাম্প এলাকা ঘুরে দেখেন। পরে তিনি তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন। আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধান বুধবার কক্সবাজার জেলার খুরুশকুল এলাকায় নির্মাণাধীন বিশেষ আশ্রয়ণ প্রকল্পও পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন প্রকল্পটি ঘুরে দেখেন এবং প্রকল্প কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন।  গত বছরের ২৭ মার্চ সেনাবাহিনীকে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়। এ প্রকল্পের আওতায় ‘শেখ হাসিনা টাওয়ার’ নামে একটি ১০ তলা ভবন এবং ১৩৯টি ৫তলা ভবন নির্মাণ করা হবে। আবাসন সুবিধা ছাড়াও এই প্রকল্পের আওতায় স্কুল, মসজিদ, মন্দির নির্মিত হবে।

সর্বশেষ খবর