রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বইয়ে এস কে সিনহা মিথ্যা লিখেছেন

— আইনমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক এমপি বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মাধ্যমে যারা জুডিশিয়ারি ক্যু করতে চেয়েছিলেন সেই পরাজিত শক্তি আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে। আর এস কে সিনহার বইটি হচ্ছে একজন পরাজিত ব্যক্তির হা-হুতাশ। তার মনে দুঃখ থাকতে পারে। গায়ের জ্বালা মেটানোর জন্য সাবেক প্রধান বিচারপতি সিনহা তার বইয়ে মিথ্যা লিখেছেন। তিনি গায়ের জ্বালা থেকে বইয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখেছেন। আমার মনে হয় বাংলার জনগণ এখন এসব নিয়ে ভাববে না। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা একজন দুর্নীতিবাজ। সিনহার এসব কথায় জনগণ বিভ্রান্ত হবে না। এখন বাংলার জনগণ উন্নয়ন চায়, উন্নয়নের শিখরে উঠতে চায়। তাই তারা নৌকা মার্কায় ভোট দেবে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র টিকবে না। যেমনটি আগেও টিকেনি। বিএনপি যতই ঘোলাপানিতে মাছ শিকার করুক তাতে কোনো লাভ হবে না। শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশন ও কসবার মূলগ্রাম ইউনিয়নের চারগাচ বাজারে বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌর মেয়র মো. তাকজিল খলিফা কাজল প্রমুখ।

সর্বশেষ খবর