শিরোনাম
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

এমপি পদে মনোনয়ন চান রাবির সাবেক চার ছাত্রলীগ নেতা

রাবি প্রতিনিধি

অক্টোবরের মাঝামাঝি চূড়ান্ত হওয়ার কথা ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য পদের প্রার্থী তালিকা। ফলে দলের নীতিনির্ধারক ও নির্বাচনী এলাকার মানুষের মন জয়ে দৌড়ঝাঁপ বাড়িয়ে দিয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। এর মধ্যে প্রায় অর্ধশত তরুণ নেতা মনোনয়ন পেতে পারেন। যার মধ্যে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগের সাবেক চার নেতা। জানা গেছে, মাগুরা-১ আসনে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা জোরালো ছাত্রলীগের সাবেক নেতা সাইফুজ্জামান শিখরের। তিনি রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। বেশ কিছুদিন ধরেই এ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন শিখর। তার বাবাও এ আসনে জনপ্রিয় সংসদ সদস্য ছিলেন। শিখর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব হন। তিনি দীর্ঘদিন সুনামের সঙ্গে সেই পদে দায়িত্ব পালন করেন।

রাবি ছাত্রলীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ছিলেন বাগমারার তাহেরপুর পৌরসভার দুবারের মেয়র অধ্যক্ষ আবুল কালাম আজাদ। তিনি বর্তমানে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রাবি ছাত্রলীগের সাবেক এই নেতা এবার মনোনয়ন চাইছেন রাজশাহী-৪ আসনে। মনোনয়ন পাওয়ার লক্ষ্যে তিনি নির্বাচনী এলাকা দাপিয়ে বেড়াচ্ছেন। নিয়মিত গণসংযোগ ও শোডাউন দিয়ে গত ১০ বছরে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরাসহ নিজের অবস্থান তৈরির জোরালো প্রচেষ্টা চালাচ্ছেন। রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা নাটোর-৪ আসনে মনোনয়ন চাইছেন। নিয়মিত শোডাউন ও গণসংযোগ করছেন তিনি। আহম্মদ আলী মোল্লা বর্তমানে আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক। দিনাজপুর-১ আসনে মনোনয়ন পাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সাবেক ছাত্রলীগ নেতা আবু হুসাইন বিপুর। তিনি ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও রাবি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য বিপু স্থানীয় নেতা-কর্মীদের মাঝে বেশ জনপ্রিয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর