সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

অক্টোবরে দেশের সব স্কুলে খাওয়ানো হবে কৃমিনাশক বড়ি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

সারা দেশের ন্যায় খুলনায় ৫ লাখ ২৭ হাজার ৫১৪ শিশুকে কৃমিনাশক বড়ি খাওয়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। গতকাল খুলনা সিভিল সার্জন দফতরের আয়োজনে জেলা অ্যাডভোকেসি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. আতিয়ার রহমান শেখ। তিনি জানান, আগামী ১ থেকে ৭ অক্টোবর খুলনার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ৫ থেকে ১৬ বছর বয়সী শিশুদের কৃমিনাশক (মেবেনন্ডাজল ৫০০ মি.গ্রাম) বড়ি খাওয়ানো হবে। এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের বাইরের সমবয়সী শিশুদেরকেও এই বড়ি খাওয়াবে। কৃমিমুক্ত সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে এ কর্মসূচি নেওয়া হয়। বক্তৃতা করেন জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর