সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

রাজশাহীতে তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে : লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কসহ ২৮টি পার্ক নির্মাণ কাজ ২০২১ সালের মধ্যে শেষ হলে সরাসরি তিন লাখ মানুষের কর্মসংস্থান হবে। আর পরোক্ষভাবে হবে প্রায় ২০ লাখ মানুষের অর্থনৈতিক উন্নতি। গতকাল মহানগরীর নবীনগরে বঙ্গবন্ধু হাইটেক পার্ক প্রকল্পের আওতাধীন ১০ তলা সিলিকন টাওয়ার, বাউন্ডারি ওয়াল ও সাব স্টেশন এবং ডিপ টিউবওয়েল ও রেইন ওয়াটার হারভেস্টিন নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন অপ্রচলিত খাতে উন্নয়ন কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর