সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

কওমি শিক্ষার্থীরা আরও বেশি ভূমিকা রাখতে পারবে : বেফাক

নিজস্ব প্রতিবেদক

কওমি সনদের বিল পাস হওয়ায় দেশের ওলামায়ে কেরাম, মাদ্রাসার শিক্ষার্থীরা ইসলাম, দেশ ও জাতির কল্যাণে নিজেদের আরও বেশি নিয়োজিত করতে পারবে বলে মন্তব্য করেছেন আল-হাইআতুল উলয়া ও বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন, কওমি শিক্ষাব্যবস্থা জাতীয় শিক্ষাব্যবস্থা হিসেবে স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে ধর্মপ্রাণ জনসাধারণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো। বিবৃতিদাতারা হলেন— আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান ও বেফাক সভাপতি আল্লামা শাহ আহমদ শফী, সংগঠনের কেন্দ্রীয় নেতা আল্লামা আশরাফ আলী, মাওলানা আনওয়ার শাহ, মাওলানা মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, মাওলানা নূরুল ইসলাম, মাওলানা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, মাওলানা আনাস মাদানী, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর