সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
স্থায়ী কমিটির বৈঠক

সাজা হলে কর্মসূচি দেবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

আগামী ১০ অক্টোবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপি নেতাদের সাজা হলে কর্মসূচি দেবে বিএনপি। গতকাল বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ১০ অক্টোবর গ্রেনেড হামলা মামলা ও দলের চেয়ারপারসনের মামলা ও তার কারামুক্তি নিয়ে বেশি আলোচনা হয়েছে। এসব বিষয়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে উপস্থিত এক নেতা জানান, দলটির শীর্ষ নেতারা মনে করছেন, গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্য নেতাদের ফাঁসিয়ে দিতে পারে সরকার। তারা সেভাবেই নিজেদের লোক দিয়ে মামলার তদন্ত কাজ পরিচালনা করেছেন। তেমনটি হলে কর্মসূচি দেবে বিএনপি। এক প্রশ্নের জবাবে ওই নেতা জানান, কর্মসূচি কঠোর বিষয়ে আলোচনা হলেও আপাতত অবস্থান কর্মসূচির নিয়ে চিন্তা করছে দলটি।

এছাড়াও বৈঠকে জাতীয় ঐক্য ও খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে আলোচনা হয়েছে। সূত্র আরও জানায়, গত শনিবার ড. কামাল হোসেনের নাগরিক সমাবেশ বিএনপির অংশগ্রহণ ইতিবাচক বলে নেতারা মনে করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বিষয়টি ইতিবাচক হিসেবে দেখেছেন বলে বৈঠকে জানানো হয়।

এর আগে সোয়া ৫টায় বৈঠক শুরু হয়ে চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর