মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

গিনেস ওয়ার্ল্ড বুকে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন

নিজস্ব প্রতিবেদক

গিনেস ওয়ার্ল্ড বুকে ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’

গিনেস বুক অব ওয়ার্ল্ডে স্থান পেল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত ‘ঢাকা পরিচ্ছন্নতা অভিযান’। গতকাল এ সংক্রান্ত একটি সনদ মেয়র সাঈদ খোকনের হাতে তুলে দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। এই রেকর্ড গড়তে গত চৈত্র সংক্রান্তিতে প্রতীকী পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে ডিএসসিসি। ওইদিন সকাল ৯টায় এ পরিচ্ছন্নতা কর্মসূচি     আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন মেয়র সাঈদ খোকন। এতে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করলেও রেজিস্ট্রেশন অনুযায়ী কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ১৫ হাজার ৩১৩ জন। বিশ্বরেকর্ড গড়তে এজন্য দরকার ছিল পাঁচ হাজার ৫৮ জনের রেজিস্ট্রেশন। কর্মসূচির পাঁচ মাস পরে রেকর্ডটির স্বীকৃতি দিয়ে এ সংক্রান্ত একটি সনদ ডিএসসিসির কাছে পৌঁছে দিয়েছে গিনেস রেকর্ডবুক কর্তৃপক্ষ। এর আগে ৫ হাজার ২৬ জনকে এই রেকর্ড ছিল ভারতের আহমেদাবাদের।

সর্বশেষ খবর