মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
মেয়র মনির মেয়াদ শেষ

আজ দায়িত্ব নিচ্ছেন তালুকদার খালেক

নিজস্ব প্রতিবেদক, খুলনা

আজ দায়িত্ব নিচ্ছেন তালুকদার খালেক

পাঁচ বছর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার অধিকাংশই বাস্তবায়ন হয়নি। ফুটপাথ দখল, নাগরিক সমস্যা, যানজট, জলাবদ্ধতা রয়ে গেছে আগের মতোই। তবে রাজস্ব আদায়ে মিলেছে বড় সাফল্য। প্রকল্পের অর্থায়নে সরকারি অসহযোগিতা, বরখাস্ত হয়ে ক্ষমতার বাইরে থাকায় কাঙ্ক্ষিত সাফল্য মেলেনি। এ ধরনের সাফল্য-ব্যর্থতার মাঝেই খুলনা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির ৫ বছর মেয়াদকাল শেষ হয়েছে। আজ বিকালে নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন। এদিকে দায়িত্ব হস্তান্তর উপলক্ষে নগর ভবনের নিচতলায় মঞ্চ স্থাপন, আলোকসজ্জা ও ফেস্টুন নির্মাণ করা হয়েছে। অনুষ্ঠানে মেয়র, সংসদ সদস্যসহ ৪০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। জানা যায়, ২০১৩ সালের সিটি নির্বাচনে প্রায় ৬১ হাজার ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হন নগর বিএনপির সম্পাদক মনিরুজ্জামান মনি। ওই নির্বাচনে তিনি নাগরিক সেবা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় ২১ দফা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মনিরুজ্জামান মনি বলেন, বিরোধী দলের মেয়র হওয়ায় সরকারি সহযোগিতা না পাওয়া এবং রাজনৈতিক হয়রানির শিকার হওয়ায় তিনি প্রতিশ্রুতির বাস্তবায়ন করতে পারেননি। তবে রুজভেল্ট ভৈরব নদীর তীরে ওপেন স্কেস ও পার্ক, রূপসা ব্রিজ থেকে মাথাভাঙ্গা পর্যন্ত সড়ক প্রশস্ত করা হয়েছে। নগরীর ড্রেন, ফুটপাথ, পূর্ব ও পশ্চিম রূপসায় বাস টার্মিনাল, ময়ূর ও হাতিয়া নদী, লবনচরা, ক্ষেত্রখালি, নিরালা খাল সংস্কার, ড্রেন নির্মাণ ও খাল বরাবর সড়ক নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে সুুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর খুলনা জেলা সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা বলেন, যেহেতু তিনি বিরোধী দল থেকে নির্বাচিত হয়েছিলেন এ কারণে নানা প্রতিবন্ধকতা ছিল। তাকে জেলেও যেতে হয়েছে। খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ উজ্জামান বলেন, ‘মেয়র মনির আমলে শহীদ হাদিস পার্ক ও লিনিয়ার পার্কের সৌন্দর্য বর্ধন হয়নি। ২২ খালের দখলমুক্ত হয়নি ও ময়ূর নদী খননের সুফল জনগণ পায়নি।’ উল্লেখ্য, গত ১৫ মে সিটি নির্বাচনে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক মেয়র নির্বাচিত হন। দলীয় মনোনয়ন না পাওয়ায় মনি ওই নির্বাচনে অংশ নেয়নি।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর