মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বড় পতনে শেয়ারবাজার

দুই দিনে ডিএসইতে সূচক কমেছে ১১০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

বড় পতনে শেয়ারবাজার

আবারও বড় দরপতন হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অর্ধশত পয়েন্ট কমেছে। এ নিয়ে দুই দিনে ডিএসইতে সূচক কমেছে ১১০ পয়েন্ট। হাত বদল হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। টাকার পরিমাণে লেনদেন ১৬২ কোটি টাকা কমেছে।

সপ্তাহের দ্বিতীয় দিনের লেনদেনে ডিএসইর প্রধান সূচক কমেছে ৫৮ পয়েন্ট। প্রথমদিনে ৫২ পয়েন্ট কমেছিল। দুই দিনে ১১০ পয়েন্ট কমে ডিএসইএক্স ৫ হাজার ৩৫৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৩৩ ও ১৮৮৩ পয়েন্টে। ডিএসইতে ৫৮০ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৬২ কোটি টাকা কম। ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে ৪৯টির শেয়ারের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত থাকে ২৩টি কোম্পানির। লেনদেনের শীর্ষে ছিল, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, শাশা ডেনিমস, ইফাদ অটোস, একটিভ ফাইন, বিবিএস কেবলস, নাহি অ্যালুমিনিয়াম, সায়হাম টেক্সটাইল, ন্যাশনাল হাউজিং এবং আমান ফিড। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪৯১ পয়েন্টে। হাত বদল হওয়া ২৪৫ প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, কমেছে ২০৫টি এবং অপরিবর্তিত থাকে ১৩টির দর। সিএসইতে মোট ৩৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর