মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আরটিআই ফোরামের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে সদ্য পাস হওয়া ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ তথ্য অধিকার আইনের আওতায় মানুষের তথ্য পাওয়ার সুযোগকে সীমিত করছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দ্যা রাইট টু ইনফরমেশন ফোরাম (আরটিআই ফোরাম)। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ উদ্বেগ জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য অধিকার আইন মানুষের তথ্য পাওয়া, স্বচ্ছতা এবং জবাবদিহিতার ক্ষেত্রে অবারিত সুযোগ তৈরি করেছে। কিন্তু আরটিআই ফোরাম পর্যবেক্ষণ করছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিতরে দাফতরিক গোপনীয়তা আইন ১৯২১ এর বেশ কিছু ধারা সংযুক্ত করা হয়েছে, যা সরাসরি তথ্য অধিকার আইনের ধারা ৩ কে হেয় করে। এ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট শুধু তথ্য অধিকার আইনের পরিপন্থীয় নয় সঙ্গত আইন তৈরিতে সরকারের যে সক্ষমতা সেটাকে প্রশ্নের মুখোমুখি করছে। নতুন এ আইন তথ্য সমৃদ্ধ জনমত গঠন নিয়ন্ত্রণের কৌশল তৈরি করছে বলে জানিয়েছে আরটিআই ফোরাম।

সর্বশেষ খবর