বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

শহিদুলের ডিভিশনের বিরুদ্ধে আবেদনের শুনানি ১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে ডিভিশন দিতে হাই কোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি হবে ১ অক্টোবর। গতকাল চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য ওই দিন ঠিক করে দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শহিদুলের পক্ষে ছিলেন আইনজীবী শরিফ আহমেদ ভূঁইয়া ও তানিম হোসাইন শাওন। অ্যাটর্নি জেনারেল পরে সাংবাদিকদের বলেন, হাই কোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানির জন্য চেম্বার আদালত আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আবেদনটি পাঠিয়েছে। আগামী ১ অক্টোবর শুনানির দিন ধার্য করা হয়েছে। এর আগে একটি রিটের শুনানি করে ৫ সেপ্টেম্বর শহিদুল আলমকে প্রথম শ্রেণির বন্দীর সুবিধা দিতে নির্দেশ দেয় হাই কোর্ট। এ আদেশ স্থগিত চেয়ে ১৬ সেপ্টেম্বর চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

পর দিন এই আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়ে চেম্বার বিচারপতি রাষ্ট্রপক্ষকে নিয়মিত লিভ টু আপিল করতে বলেন।

এরপর রাষ্ট্রপক্ষ লিভ টু আপিল করে তা চেম্বার আদালতে শুনানির জন্য উপস্থাপন করে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘উসকানিমূলক মিথ্যা’ প্রচারের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় ৬ আগস্ট শহিদুল আলমকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। এর আগের দিন রাতে ধানমন্ডির বাসা থেকে তাকে তুলে নেয় ডিবি। সাত দিনের রিমান্ড শেষে ১২ আগস্ট শহিদুলকে কারাগারে পাঠানোর আদেশ দেয় নিম্ন আদালত।

সর্বশেষ খবর