বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিএনপিপন্থি শতাধিক আইনজীবীর জামিন

নিজস্ব প্রতিবেদক

নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা মামলায় হাই কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপিপন্থি শতাধিক আইনজীবী। মামলায় অভিযোগপত্র না দেওয়া পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। গতকাল ৫৩টি জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত অবকাশকালীন হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. মাসুদ রানা। রাষ্ট্রপক্ষে এসব জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রোনা নাহরীন। পরে মো. মাসুদ রানা সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা কর্মসূচিতে অংশ নেওয়ায় ১ সেপ্টেম্বর থেকে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধাদানসহ বেশকিছু অভিযোগে মামলা হয়। এসব মামলায় নাম আসা বিএনপিপন্থি আইনজীবীরা হাই কোর্টে আগাম জামিন আবেদন করেন। আদালত সেসব আবেদনের শুনানি নিয়ে তাদের আগাম জামিন মঞ্জুর করে।

সর্বশেষ খবর