শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

বঙ্গোপসাগরে প্রশিক্ষণকালে নৌবাহিনীর দুই সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক

বঙ্গোপসাগরে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে টেস্ট ফায়ারিংয়ের সময় দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর দুইজন প্রশিক্ষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নৌবাহিনীর নৌযান বিএনএস তিতাস নিয়ে প্রশিক্ষণ চলাকালে এ ঘটনা ঘটে। নিহত দুই নৌ প্রশিক্ষক হলেন গানারি ইন্সট্রাক্টর মিজানুর রহমান ও মোহাম্মদ মোতালেব। আহতদের চট্টগ্রাম থেকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। নৌবাহিনী সূত্র জানায়, নিহত মিজানুর রহমানের বাড়ি জাপালপুরে। তিনি ১৯৯৮ সালে নৌবাহিনীতে যোগদান করেন। মোহাম্মদ মোতালেবের বাড়ি কুমিল্লায়। আজ নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং পারিবারিকভাবে দাফন করা হবে।  চট্টগ্রামের পতেঙ্গা থানার ওসি (তদন্ত) গাজী ফজলুল আজীম জানান, বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে নৌবাহিনীর প্রশিক্ষণ চলাকালে নৌবাহিনীর ‘অ্যামুনেশন বক্স’ বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর