শুক্রবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

পাসপোর্টের ৭১ জনের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দুদকের

নিজস্ব প্রতিবেদক

পাসপোর্ট অধিদফতরের ৭১ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সুবিধাভোগীদের বিরুদ্ধে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ বিষয়ে ২০১৬ সালে দায়ের করা মামলায় চার্জশিট আদালতে দাখিলের জন্য গতকাল অনুমোদন দেওয়া হয়েছে। মামলাটি তদন্ত করেন দুদকের সহকারী পরিচালক শফি উল্লাহ। দুদক সূত্রে জানা গেছে, আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক (বরখাস্ত) মুনসী মুয়ীদ ইকরাম ও কিছু কর্মকর্তা এবং সুবিধাভোগীসহ মোট ৭১ জন যোগসাজশ করে ৬৫ ব্যক্তিকে সাধারণ পাসপোর্টের বদলে সরকারি কর্মকর্তা দেখিয়ে অফিশিয়াল পাসপোর্ট ইস্যু করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, এই ৭১ জন আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৭১/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় চার্জশিট দাখিলের সুপারিশ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর