শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিশু উৎসব

সাংস্কৃতিক প্রতিবেদক

লাঠি খেলা, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, তথ্যচিত্র, বাউলগান, ক্ষুদ্র-নৃগোষ্ঠী নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উদযাপন করেছে শিল্পকলা একাডেমি।

‘উন্নয়নের ধ্বনি মহাসমুদ্রে, প্রাণে প্রাণে মহাকাশে’ স্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় হাজার শিশু অংশগ্রহণ করে। ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়ে তাদের মধ্য থেকে এক হাজার শিশুর কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গতকাল বিকালে একাডেমি প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সূচনা ঘটে। এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথি, শিশু শিল্পী ও উপস্থিত সবাই বেলুন উড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এরপর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর নির্দেশনা ও পরিকল্পনায় অনুষ্ঠিত হয় ‘গঙ্গা-ঋদ্ধি থেকে বাংলাদেশ’ শিরোনামে ৪০ মিনিটের একটি পারফর্মেন্স আর্ট। যেখানে প্রাচীনকাল থেকে শুরু করে ২১০০ সাল পর্যন্ত বাংলাদেশের অগ্রগতি ও অভিলক্ষ্যকে তুলে ধরা হয়েছে। এ সময় বাংলাদেশের অগ্রযাত্রাকে চিত্রপটে ধারণ করেন বিশিষ্ট শিল্পী শাহাবুদ্দিন। সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এছাড়াও মসজিদে মসজিদে দোয়া, মন্দির, গির্জা আর প্যাগোডায় বিশেষ প্রার্থনা, দুস্থ-গরিবদের মাঝে খাবার ও ভ্যান-রিকশা বিতরণ এবং আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল পালিত হয়েছে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালি ও শোভাযাত্রা বের করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়েছে। দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির উদ্যোগে সকাল ১০টায় ধানমন্ডি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে দরিদ্রদের মধ্যে রিকশা-ভ্যান বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা) ও সকাল ৯টায় খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) ওয়াই.এম.সি. এ চ্যাপেল, ২৯ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০ এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বিকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘নবীনদের দৃষ্টিতে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ। বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় ‘হাসুমণি’র পাঠাশালার উদ্যোগে চিত্রাঙ্কন কর্মশালা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুকন্যার জন্মদিনে রাজধানীতে দুই লাখ মানুষকে মিষ্টিমুখ করিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এ ছাড়াও রাজধানীর মতিঝিলের আরামবাগ বাফুফে মাঠে (বালুর মাঠ) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের দোয়া মাহফিল, রক্তদান ও আলোচনা সভার আয়োজন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। দিনটি উপলক্ষে সারা দেশে গণপ্রার্থনা কর্মসূচি পালন করেছেন মুক্তিযোদ্ধারা। এ ছাড়া কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ জুমা মিলাদ এবং হাই কোর্ট মসজিদে মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়। বিকাল ৩টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কার্যালয়ে কেক কাটা হয়।

এতে আয়োজক কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবদুল হাই, মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, মুক্তিযোদ্ধা নেতা আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতীক প্রমুখ উপস্থিত ছিলেন। বিকালে গণভবনে দোয়ার আয়োজন করা হয়। দোয়া মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন বীরবিক্রম, সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার, প্রধানমন্ত্রীর একান্ত সচিব ওয়াহিদা আক্তার, উপ-প্রেসসচিব আশরাফুল আলম খোকন, প্রটোকল অফিসার খুরশিদ আলম ও সহকারী প্রেসসচিব ইমরুল কায়েস প্রমুখ উপস্থিত ছিলেন।

 বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেক কাটে এবং আনন্দ র‌্যালি করে। এ সময় অভিনেত্রী কবরী সরোয়ার, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, সহ-সভাপতি মোবারক আলী শিকদার উপস্থিত ছিলেন। অন্যদিকে সৈনিক লীগের কেক কাটা ও আনন্দ র‌্যালিতে নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম চৌধুরী রানা, আলাউদ্দিন ফালান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর