শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

১২ দলের সমন্বয়ে ‘জাতীয় জনজোট’

নিজস্ব প্রতিবেদক

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা ১২টি রাজনৈতিক দলের সমন্বয়ে জাতীয় জনজোট নামে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ ঘটে। বাংলাদেশ জনসেবা পার্টি (বাজপা) চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে গতকাল রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে এই জোট গঠন করা হয়। এই জোট আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে।

নবগঠিত জাতীয় জনজোটের চেয়ারম্যান ড. নজরুল ইসলাম ভূঁইয়া বলেন, জনগণের জোট হবে জাতীয় জনজোট। ‘আমার ভোট আমি দিব যোগ্য প্রার্থীকে দিব’-এই নীতির শতভাগ বাস্তবায়ন করতে এ জোট কাজ করবে। তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার, ভোটার আইডি কার্ড সম্পন্ন করা প্রয়োজন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর