রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি আটক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে প্রশাসনে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-৮। গতকাল সকালে নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বাধীন বিশেষ দল। আটক মো. আতিকুল ইসলাম মাসুম (৪২) পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সিংরাকাঠি গ্রামের মো. নুর মোহাম্মদের ছেলে। মাসুম দীর্ঘদিন ধরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার কথা র‌্যাবের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।  এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২২ সেপ্টেম্বর নগরীর সদর রোডের কাকলী হল মোড় এলাকায় স্যামসাং শোরুম থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে কোনো টাকা না দিয়েই স্যামসাং গ্যালাক্সি জে৬ মডেলের একটি মুঠোফোন সেট নিয়ে যায় এক ব্যক্তি। ফোন সেটের বাজার মূল্য ২১ হাজার ৯০০ টাকা। এ ঘটনায় শোরুমের মালিক র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দেন। পরে র‌্যাব ওই দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত প্রতারককে শনাক্ত করে। গতকাল প্রযুক্তির সহায়তায় নগরীর রূপাতলী এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়ে প্রতারক মাসুমকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে স্যামসাং গ্যালাক্সি জে৬ মডেলের ফোন সেটটি উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছে বলে জানিয়েছে র‌্যাব-৮।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর